বিট্রিশ বোর্ড অব স্কলারস এবং ইমামদের সংগঠন (বিবিএসআই) এবং দ্য ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন এর মতে কোভিড-১৯ ভ্যাকসিন হালাল এবং রমজানে এ ভ্যাকসিন নিলে আপনার রোজা ভঙ্গ হবে না। রমজানে মুসলমানদের কোভিড-১৯ ভ্যাকসিন নিতে দেরি না করতে অনুরোধ জানিয়ে ইস্ট লন্ডন হেলথ এবং কেয়ার পার্টনারশীপ নিচের ভিডিওগুলো শেয়ার করেছে।
https://www.eastlondonhcp.nhs.uk/ourplans/ramadan-and-the-vaccine.htm